নির্বাচন

জাপাকে যে ২৬ আসন ছাড়ল আ.লীগ

জাপাকে যে ২৬ আসন ছাড়ল আ.লীগ একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে (জাপা) ২৬টি আসন ছেড়ে দিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একইসঙ্গে শরিক ১৪ দলের জন্য ছয়টি আসন ছেড়ে দিতে আবেদন করেছে দলটি। সেই আবেদন অনুযায়ী জানা গেছে, কোন আসনে ছাড় ছাড় পেয়েছে জাপা।

জাতীয় পার্টির জন্য ছেড়ে দেওয়া ২৬ আসনের মধ্যে আছে ঠাকুরগাঁও-৩। এই আসনে ইমদাদুল হককে প্রত্যাহার করেছে আওয়ামী লীগ। সেখানে লড়বেন জাপার হাফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়া নীলফামারী-৩ আসনে রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আহসান আদিদুল রহমান, রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর-৩ আসনে জি এম কাদের, কুড়িগ্রাম-১ আসনে এ কে এম  মুস্তাফিজ রহমান, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ আসনে শামীম পাটোয়ারী, গাইবান্ধা-২ আসনে মো. আব্দুর রশিদ সরকার, বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনে নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ আসনে মো. আশরাফুজ্জামান, পটুয়াখালী-১ আসনে রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপু, পিরোজপুর-৩ আসনে মো. মাশরেকুল আজম রবি, ময়মনসিংহ-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ আসনে মো. মুজিবুল হক চুন্নু, , মানিকগঞ্জ-১ আসনে জহিরুল আলম রুবেল, ঢাকা -১৮ শেরিফা কাদের ,হবিগঞ্জ-১ আসনে মো. আব্দুল মুনিম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আব্দুল হামিদ, ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ আসনে সুলেমান আলম শেঠ, নীলফামারী-৪ আসনে আহসান আদেলুর রহমান ও নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান।

এর আগে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আজ রোববার (১৭ ডিসেম্বর)  ইসি থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, আওয়ামী লীগ জাপার জন্য ২৬টি ও ১৪ দলের জন্য ছয়টি আসন ছেড়ে দিতে ইসিতে তাদের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ইসিতে আবেদন করেছেন।

আজ বিকেলের আগ পর্যন্ত জাপাকে কতটি আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ, তা নিয়ে ধোঁয়াশা কাটছিল না। যদিও জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে জানিয়েছিলেন, আজ বিকেলেই বিষয়টি পরিষ্কার হবে।

এর আগে গতকাল দুই দফায় নিজেদের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ক্ষমতাসীন দলের একাধিক সূত্র জানায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগে জাতীয় পার্টিকে আসন ছাড় নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসেন নেতারা। যদিও কোন আসন বা কতটি আসনে দলটি জাপাকে ছাড় দেবে, তা জানায়নি সেই সূত্র। আজ সকাল থেকেও বিষয়টি ছিল আলোচনায়। এরপর বিকেল সোয়া ৪টার দিকে ইসি থেকে বের হয়ে বিপ্লব বড়ুয়া মনোনয়নপত্র প্রত্যাহারের তথ্য দিলেন।

এমন আরো সংবাদ

Back to top button