নির্বাচনহাইলাইটস

নির্বাচনে সেনা মোতায়েনে নীতিগত অনুমোদন রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ রোববার বঙ্গভবনে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি : ফোকাস বাংলা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ রোববার বঙ্গভবনে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি : ফোকাস বাংলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা হবে। তার নীতিগত অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ রোববার (১৭ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও ইসি সচিব মো. জাহাংগীর আলম। এ সময় রাষ্ট্রপতি এ অনুমোদন দেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত শেষে ইসি সচিব গণমাধ্যমকে এ তথ্য জানান। মো. জাহাংগীর আলম বলেন, ‘কবে থেকে সেনা মোতায়েন হবে, তা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।’

মো. জাহাংগীর আলম আরও বলেন, ‘১৩ দিনের জন্য মোতায়েনের বিষয়টা, সেটা একটা আলোচনা ছিল। আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নিয়োজিত থাকবে, তার সঙ্গে সমন্বয় রেখে তারা যাতে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য তিনি (পিএসও) কথাটা বলেছেন। এটা চূড়ান্ত নয়। এটা আলোচনা করে আমরা ঠিক করে নেব।’

সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) সম্প্রতি জানিয়েছিলেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন। তফসিল অনুযায়ী, আজ ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন। আর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

এমন আরো সংবাদ

Back to top button