ভ্রমণ

পর্যটক বেড়েছে কক্সবাজারে

coxবিজয় দিবস ও সাপ্তাহিক মিলিয়ে দুইদিনের ছুটিতে কক্সবাজারে ভিড় বেড়েছে পর্যটকের। এরই মধ্যে ১৪-১৬ ডিসেম্বর পর্যন্ত হোটেল-মোটেলের প্রায় ৯০ শতাংশ রুম বুকিং হয়েছে। পাঁচ তারকা হোটেলসহ কক্সবাজারে পাঁচ শতাধিক হোটেল-মোটেল, কটেজ রয়েছে। এসব আবাসিক প্রতিষ্ঠানের অধিকাংশই ১৬ ডিসেম্বর পর্যন্ত বুকিং রয়েছে। দুইদিনের এ ছুটিতে জেলার পর্যটন খাতে প্রায় ১০০ কোটি টাকার লেনদেন হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

পর্যটনসংশ্লিষ্টরা জানান, প্রতি বছর ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয় পর্যটন মৌসুমের। এবারের মৌসুম শুরু হতে না হতেই ২৮ অক্টোবর থেকে রাজনৈতিক কর্মসূচি পর্যটন বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় পর্যটকশূন্য হয়ে পড়ে কক্সবাজার। বন্ধ হয়ে যায় ২০০ শতাধিক রেস্টুরেন্ট ও শতাধিক আবাসিক হোটেল। ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রেলযোগাযোগ চালু হওয়ায় প্রতিদিনই কয়েকশ পর্যটক আসা-যাওয়ায় রয়েছে। দুইদিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের আনাগোনা ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করেন পর্যটন খাতসংশ্লিষ্টরা।

কক্সবাজার হোটেল-গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বণিক বার্তাকে বলেন, ‘পর্যটনের ভরা মৌসুমে রাজনৈতিক অস্থিরতায় পর্যটকশূন্য ছিল কক্সবাজার। কিছুটা আশা জাগাচ্ছে বিজয় দিবস। ১৪-১৬ ডিসেম্বর পর্যন্ত বেশির ভাগ হোটেল-মোটেল ও কটেজের ৮০-৮৫ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। বুধবার থেকে কক্সবাজারে অর্ধলাখের বেশি পর্যটক রয়েছে। বিজয় দিবস ঘিরে তা তিন লাখে দাঁড়াতে পারে।’

এমন আরো সংবাদ

Back to top button