জেলার খবর

বগুড়ায় ব্যাপক উৎসাহ নিয়ে দিনব্যাপী নবান্ন উৎসব

BOGRA NEWS‘নবান্ন উৎসব’-এর সাথে পরিচিতি ঘটানোর লক্ষে বগুড়া শিশু নাট্যদল গতকাল ১৩ ডিসেম্বর বগুড়া পৌর পার্কের রোমেনা আফাজ মুক্তমঞ্চে আয়োজন করে নবান্ন উৎসবের। সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ জ্বেলে দিনব্যাপী নবান্ন উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক নূরুল আলম টুটুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। সভাপতিত্ব করেন বগুড়া শিশু নাট্যদলের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক ও তৌফিক হাসান ময়না, জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রোটাঃ রেজাউল বারী ঈসা, এ্যাবকন ডেভেলপমেন্টস-এর সিইও মুক্তিযোদ্ধা ইনামুল হক রঞ্জু ওু বগুড়া নিউমাকেট মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম সরকার। উৎসব চত্ত্বরে গ্রামীণ অবয়বে চালভাঙ্গা ঢেঁকি, জমিচাষের লাঙল, জোয়াল, মই, মাছধরার তৌড়া জাল, পালা জাল, দাড়কী, জাকই, কৃষকের মাথার মাতুল, ধানকাটার কাঁচি, চাল ঝারার কুলা, গোমাই, মাটির হাঁড়ি, মাছ ধোয়ার চাড়ি, পান রাখার মাটির পানের বাটা, আগের দিনের হারিকেন, খড়ের পালা, পাটখড়ি ইত্যাদি প্রদর্শন করা হয়।

শিশু-কিশোরদের মধ্যে মোরগ লড়াই, বৌচি ও দড়ি খেলা, মহিলা অভিভাবকদের মাটির হাঁড়িতে আলপনা আঁকা প্রতিযোগিতা এবং শিশু-কিশোর সাহিত্য সংগঠন কুঁড়ি’র আবৃত্তি, বগুড়া শিশু নাট্যদলের নৃত্য, প্রকাশ শৈলী বগুড়ার আবৃত্তি, সঙ্গিত, উচ্চারণ একাডেমির নাটক পরিবেশিত হয়। দিনব্যাপী নবান্ন উৎসবের শেষে সন্ধ্যা ৭টায় উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক জি. এম. সাকলায়েন বিটুলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। বিশেষে অতিথি ছিলেন নজরুল পরিষদ বগুড়ার সভাপতি এ. মনতেজার রহমান মন্টু, তছলিম উদ্দিন ডিগ্রি কলেজ বগুড়ার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বগুড়া পৌর নির্বাহী কর্মকর্তা শাহাজাহান রিপন ও কমফোর্ট হাউজিং লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার আলী খান চৌধুরী ম্যাকলিন।

সম্পাদনা
আব্দুল খালেক

এমন আরো সংবাদ

Back to top button