যানজট নিরসনে রাজধানীতে চলাচলকারী মেট্রোরেলের বিজয় সরণি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুটি চালু হয়েছে আজ। স্টেশন চালুর প্রথম দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মোট ৫ হাজার ৫৯৮ জন যাত্রী যাতায়াত করেছেন বলে স্টেশন কর্মকর্তা সূত্রে জানা গেছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি মেট্রো স্টেশনের যাত্রী চলাচল শুরু হয়। টানা ৪ ঘণ্টা অর্থাৎ সাড়ে ১১টা পর্যন্ত এই দুটি স্টেশন হয়ে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করে। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, এই স্টেশন থেকে যাত্রী রেলে উঠেছেন মোট ১ হাজার ১৫ জন। স্টেশনে যাত্রী নেমেছেন ৪ হাজাার ৫৮৩ জন। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন যাত্রী চলাচল করেছেন ৫ হাজার ৫৯৮জন।
সরেজমিনে স্টেশনে দেখা গেছে, স্টেশনটি শিক্ষার্থীদের চলাচলে মুখরিত হয়ে ওঠে। একের পর এক ট্রেন থামলে সেগুলো থেকে নেমে আসছেন শীক্ষার্থীরা। স্মৃতি হিসেবে এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষি হয়ে থাকতে স্টেশনে সবাই মিলে ক্যামেরা বন্দী করছেন। কেউ কেউ আবার ক্লাস শেষ করে ফিরতি ট্রেনের টিকিট কাটতেও দেখা গেছে। এছাড়া শীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের চিত্রও দেখা গেছে।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশনের মধ্যে বন্ধ থাকছে আর মাত্র দুটি স্টেশন। এগুলো হলো কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি চালু হতে পারে এ দুটি মেট্রো স্টেশনও। এর আগে গত ৭ ডিসেম্বর রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান। এম এ এন ছিদ্দিক বলেন, জানুয়ারি মাসের মধ্যেই মেট্রোরেলের সবগুলো স্টেশন চালু করা হবে। ১৩ জানুয়ারি কারওয়ান বাজার ও শাহবাগ মেট্রো স্টেশনর মেট্রোস্টেশন চালু করা হবে। সব স্টেশন চালু হলে রাতে মেট্রো চলাচলের সময় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।
এর আগে গত ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ৫ নভেম্বর উত্তরা হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়। তবে বর্তমানে মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগের সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রোরেল।