দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ একদফা দাবিতে বিএনপি ১১তম ধাপের অবরোধ কর্মসূচি শেষ দিন আজ। ৩৬ ঘণ্টার অবরোধ গতকাল মঙ্গলবার ভোর থেকে শুরু হয়, তা আজ বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ৬ টা পর্যন্ত চলবে।
অবরোধের সকালে শৈত্য প্রবাহ ও তীব্র কুয়াশার মধ্যেও রাজধানীসহ সারা দেশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দূর পাল্লার যানবাহনের পাশাপাশি ট্রেন ও লঞ্চ তাদের নির্দিষ্ট রুটে চলাচল করছে। তবে সর্বত্রই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন মিছিল করেছে নেতা-কর্মীরা। ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করেছে।
২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি এরই মধ্যে দুই দফায় ৪ দিনের হরতাল এবং ১০ দফায় ১৯ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি একই হলেও আলাদাভাবে পালন করে যাচ্ছে বিরোধী দলগুলো।