দেশ

ঘন কুয়াশায় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি শাহজালালে

88ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এসময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল। সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার পর থেকে এমন পরিস্থিতি তৈরি হয়। তবে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ১১টি ফ্লাইটের মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী, একটি ছিল কার্গো বিমান। তবে সকাল ৮টার পর থেকে আবার এসব উড়োজাহাজ ফেরত আসতে শুরু করে। যদিও অভ্যন্তরীণ ফ্লাইটগুলো রাতে থাকে না। এছাড়া আজ সকালে এসব উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি।

এমন আরো সংবাদ

Back to top button