কপ-২৮: প্রথম পর্বে ৮৩ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কপ (কনফারেন্স অব দ্য পার্টিজ)-এর ২৮তম আসরের প্রথম পর্বে বিভিন্ন খাতে ৮৩ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা এসেছে।
বুধবার (৬ ডিসেম্বর) কপ ২৮- এর প্রথম পর্ব শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন প্রথম পর্বে ৮৩ বিলিয়ন ডলারেরও বেশি সংগ্রহ করেছে। এর মধ্যে রয়েছে খাদ্য ব্যবস্থার রূপান্তর, স্বাস্থ্য সম্পর্কিত এবং ভারি নিঃসরণকারী শিল্পকে ডিকার্বোনাইজ করার উদ্যোগ। ১৭৬০ সালের পর ইউরোপে যখন শিল্প বিপ্লবের সূচনা, তখন থেকেই প্রকৃতির বিপদের শুরু। তখন থেকেই পৃথিবীতে কার্বন নিঃসরণ শুরু হয়। এর ফলে দিন দিন বাতাসের উষ্ণতা বেড়েছে; হয়েছে বায়ুদূষণ।
পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অন্তত ১ দশমিক ৬২ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে একবিংশ শতাব্দী শেষে পৃথিবীর বুক থেকে প্রায় অর্ধশত দেশ সমুদ্রপৃষ্ঠে তলিয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, বন্যা, খরা, দাবানল বেশি হচ্ছে। এ কারণে এবারের জলবায়ু সম্মেলনের যথেষ্ঠ গুরুত্ব রয়েছে।
প্রথম জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিনে ১৯৯৫ সালে। ২০১৫ সালে অনুষ্ঠিত ঐতিহাসিক কপ-২১ সম্মেলনে সদস্য দেশগুলো প্যারিস চুক্তিতে অনুমোদন দেয়। এই প্যারিস চুক্তি ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রাষ্ট্রগুলোর করণীয় নির্ধারণে একটি যুগান্তকারী চুক্তি। এবার গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে দুবাইয়ে কপ-২৮ সম্মেলন শুরু হয়েছে, যা চলবে আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) পর্যন্ত। এর মধ্যে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) একদিন বিরতির পর শুক্রবার (৮ ডিসেম্বর) শুরু হবে সম্মেলনের দ্বিতীয় পর্ব।