নির্বাচনহাইলাইটস

চলছে শুনানি, তৃতীয় দিনের প্রথমভাগে প্রার্থিতা ফিরে পেলেন ৩৬ জন

নির্বাচন ভবনে আপিলের শুনানি শেষে গণমাধ্যমে কথা বলছেন প্রার্থীরা। ছবি : ফোকাস বাংলা
নির্বাচন ভবনে আপিলের শুনানি শেষে গণমাধ্যমে কথা বলছেন প্রার্থীরা। ছবি : ফোকাস বাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল আবেদন শুনানির তৃতীয় দিনের প্রথমভাগে প্রার্থিতা ফিরে পেলেন ৩৬ প্রার্থী। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে তারা প্রার্থিতা ফিরে পান। এর আগে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কারণ দেখিয়ে তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন।

ইসি জানায়, আজ দুপুর ১টা পর্যন্ত ৬০ জনের শুনানি হয়েছে। যার মধ্যে আপিল মঞ্জুর ৩৬ জনের, নামঞ্জুর  ২১ জনের ও অপেক্ষায় রাখা হয়েছে আরও তিনজনকে।

এর আগে গত রোববার প্রথম দিনে ৯৪টি আপিল আবেদন শুনানি করে নির্বাচন কমিশন ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় এবং ৩২ জনের আবেদন নামঞ্জুর হয়।  ছয়টি আপিলের রায় পেন্ডিং রাখা হয়। আর চারটি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন। আর দ্বিতীয় দিনে ৯৯ জনের আপিল শুনানিতে ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৪১ জনের। আর আটটি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক শূন্য আট শতাংশ বা ৭৩ শতাংশ। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

এমন আরো সংবাদ

Back to top button