অন্য এক মোশাররফ করিম
অভিনয়শিল্পী মোশাররফ করিম ও নির্মাতা গোলাম সোহরাব দোদুলের সম্পর্ক ২০০০ সাল থেকে। বন্ধুত্বের সূত্রে একসঙ্গে ঢাকার মগবাজারে দুজন আড্ডা দিতেন। দুজন গানও গাইতেন, সেই সূত্রে দুজনের আড্ডা জমত। এরপর মোশাররফ করিম অভিনয়ে আর দোদুল নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন। ২০০৬ সালে বাংলাভিশনে ‘মামা-ভাগ্নে’ নামে একটি ধারাবাহিকের মধ্য দিয়ে দুজন একসঙ্গে কাজ করেন। একক ও ধারাবাহিক মিলিয়ে এখন পর্যন্ত এই পরিচালকের ৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম। এবারই প্রথম দোদুলের পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করলেন। আট পর্বের এই সিরিজের নাম ‘মোবারকনামা’।
‘মোবারকনামা’ ওয়েব সিরিজের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এখন কলকাতায় সম্পাদনার কাজ চলছে। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র মোশাররফ করিম, যাঁকে মোবারক চরিত্রে দেখা যাবে। সম্প্রতি এই পরিচালকের ‘টাকা তুমি কার’, ‘ভাগ্যরেখা’, ‘শহরে অন্ধকার’ নাটকেও দেখা গেছে মোশাররফ করিমকে। ‘মোবারকনামা’ ওয়েব সিরিজ প্রসঙ্গে দোদুল বললেন, ‘বছরখানেক আগে এই সিরিজের পরিকল্পনা হয়। শুরু থেকে মোশাররফকেই ভেবেছিলাম। এই গল্প নিয়ে দুজন গেল এক বছরে অনেক আলাপ করেছি। একদম শুরু থেকে আমার দৃষ্টিতে মোবারক মোশাররফ করিম।’
কারণ হিসেবে দোদুল বললেন, ‘মোশাররফ করিমের ভেতরে একটা অন্য রকম মানুষ বাস করে। আমরা দেখি যে নাটকে সে বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করে। অভিনয় যেহেতু তার পেশা, তাকে বিভিন্ন ধরনের কাজ করতেই হয়। কিন্তু ভেতরগত জায়গা থেকে মোশাররফ ভীষণ খুঁতখুঁতে স্বভাবের। কখনো সে আপস করে না। অ্যাটলিস্ট আর্ট ফর্মে। ওই চরিত্রটাই আসলে মোবারক, যে কিনা আপসহীন চরিত্র। আমার তাই মনে হয়েছে, মোশাররফ সবচেয়ে সেরা পছন্দ।’
‘মোবারকনামা’ মুক্তি পাবে ওটিটি হইচইয়ে। এতে মোশাররফ করিম ছাড়া আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, শাহনাজ সুমি প্রমুখ। সিরিজটি নিয়ে কথা হয় মোশাররফ করিমের সঙ্গে। তিনি বললেন, ‘অভিনয়ের জায়গা থেকে দারুণ চরিত্র। গল্পে দেখা যায়, একটা লোক জেতার পর বোঝে লোকটা হেরে গেছে। তার পর থেকে নিজের সঙ্গে নিজের লড়াই চলে। চলে অন্তর্দ্বন্দ্ব। এরপর সেখান থেকে বেরিয়ে আসার প্রাণান্ত চেষ্টা। সেখান থেকে আবার চূড়ান্তভাবে জিতে যাওয়ার গল্প। বেশ অন্য রকম লেগেছে।’