খেলাধুলাহাইলাইটস

দিনের শুরুতে বাংলাদেশের জোড়া সাফল্য

ডেভন কনওয়ে। ছবি : এএফপিব্যাট হাতে সকালটা সুন্দর হয়নি বাংলাদেশের। টিম সাউদির মুখোমুখি হওয়া প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন শরিফুল ইসলাম। প্রথম ইনিংসে বাংলাদেশকে ৩১০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। টম লাথাম ও ডেভন কনওয়ের ওপেনিং জুটি থেকে আসে ৩৬ রান। স্ট্রাইক রোটেট করে খেলা কিউই ওপেনার লাথামকে ফিরিয়ে আজ বুধবার (২৯ নভেম্বর) বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তাইজুল ইসলাম।

ফাইন লেগে নাঈম হাসানের ক্যাচে পরিণত হন ২১ রান করা লাথাম। লাথাম ফেরার খানিক বাদে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার কনওয়ে। ১২ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি। শর্ট ডিফেন্সে শাহাদাত হোসেন দিপুকে সেট করেন মিরাজ। তার হাতেই ক্যাচ দেন কনওয়ে। দুর্দান্ত ডাইভে তা তালুবিন্দি করতে ভুল করেননি দিপু। ৪৪ রান তুলতেই দুই উইকেট হারায় কিউইরা।

ক্রিজে আছেন  কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস।

সিলেট টেস্টের প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৩১০ রান করে বাংলাদেশ। দুই টেলএন্ডার তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম মিলে দ্বিতীয় দিনে রান যতটা সম্ভব বাড়িয়ে নেবে, এটিই প্রত্যাশা ছিল সবার। কিন্তু, আজ বুধবার (২৯ নভেম্বর) সকালের প্রথম বলেই টিম সাউদির বলে লেগ বিফোর হন শরিফুল। বাংলাদেশ অলআউট হয় ৩১০ রানে।

এমন আরো সংবাদ

Back to top button