দেশহাইলাইটস

দেশজুড়ে র‍্যাবের ৪৬০ টহল দল, ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ফাইল ছবি : ইউএনবি
ফাইল ছবি : ইউএনবি

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন আজ রোববার (১৯ নভেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে র‍্যাবের ৪৬০টি টহল দল এবং ২৩৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।   আজ রোববার সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান ও বিজিবির জনসংযোগ শাখার কর্মকর্তা শরীফুল ইসলাম পৃথক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব কর্মকর্তা আ ন ম ইমরান খান বলেন, ‘রাজধানীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) ১৬০টি টহল দলসহ সারা দেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে।’ এদিকে বিজিবির জনসংযোগ শাখার কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’

এমন আরো সংবাদ

Back to top button