বিএনপির পঞ্চম দফায় ডাকা দুদিনের অবরোধের দ্বিতীয় দিনের শুরুতে রাজধানীর সড়কে গণপরিবহন কম দেখা গেছে। সপ্তাহের শেষ এ কর্ম দিবসে অন্যান্য দিনের তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর বিমানবন্দর, ফার্মগেট, জিগাতলা ও মিরপুর রোডে স্বাভাবিক দিনের তুলনায় কম পরিবহন দেখা গেছে। পরিবহনের জন্য অপেক্ষমাণ মানুষও ছিলেন কম। সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন পরিবহনের কাউন্টার বন্ধ দেখা গেছে। মহাখালী বাস টার্মিনালেও একই অবস্থা বিরাজ করছে।
গতকাল বিভাগীয় শহরগুলো থেকেও দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। তবে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যান চলাচল করেছে। লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এদিকে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী রয়েছে সড়কে। সকালে নাইটিঙ্গেল মোড়সহ একাধিক সড়কে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে টহল দিতে দেখা গেছে। এদিকে পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে গতকাল দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০টি কাঁদানে গ্যাসের শেল ও ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
দেশের বিভিন্ন স্থানে ছোট-বড় অন্তত আটটি যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। গতকাল সন্ধ্যার পর চট্টগ্রাম নগরীতে তিনটি গাড়িতে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল অবরোধ চলাকালে দেশের বিভিন্ন স্থানে অন্তত আটটি (বুধবার রাত ১০টা পর্যন্ত) যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে রাত ১০টায় ঢাকার দোহারে একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। ৮টা ৫৫ মিনিটে বগুড়ার শাকপালা এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৮টা ৪৮ মিনিটে সিলেটের দাসপাড়ায় একটি লেগুনায় অগ্নিসংযোগ করা হয়। সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে নাটোর বনপাড়া নয়াবাজারে প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। অবরোধের আগের রাতে ঢাকার মিরপুরে চারটি বাসে অগ্নিসংযোগ করা হয়।
এদিকে আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ রেখে গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণের মাধ্যমে নির্বাচনের তসফিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এদিন সন্ধ্যায় দিনের অন্যান্য সময়ের তুলনায় হঠাৎ করে পরিবহন সংকটে পড়েন রাজধানীবাসী।