রাজধানীর ৩০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ভ্রাম্যমান ট্রাক সেল কার্যক্রম শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ ট্রাক সেলের মাধ্যমে লিটার ১০০ টাকা করে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি করে মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ৫০ টাকা ও আলু প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় টিসিবির প্রধান কার্যালয়ের সামনে ভ্রাম্যমান ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান ও জাতীয় ভোক্তা অধিকার পরিষদের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তপন কান্তি ঘোষ বলেন, ৩০টি ট্রাকে মসুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরেও এই পণ্য বিক্রি হবে। এর ফলে নতুন করে প্রতিদিন নয় হাজার পরিবার এ সুবিধার আওতায় আসবে।
আপাতত শুধু ঢাকায় এ ট্রাক সেল কার্যক্রম চলবে। পরবর্তীতে চট্রগাম ও অন্যান্য শহরে ট্রাক সেল কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
ট্রাক সেল কার্যক্রম কতদিন চলবে সাংবাদিকের এক প্রশ্নত্তোরে তিনি বলেন, অন্তত দুই মাস ট্রাক সেল কার্যক্রম চলবে। তবে বাজারে স্থিতিশীলতা না আসা পর্যন্ত যতদিন প্রয়োজন হবে এ কার্যক্রম চলমান থাকবে। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান বলেন, বাজারে আলু ও পেঁয়াজের ঘাটতি ও আমদানিজনিত কিছু সমস্যার কারণে মূল্য বৃদ্ধি পেয়েছে। এ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে আলু, পেঁয়াজসহ অন্যান্য টিসিবির পণ্যসামগ্রী ট্রাক সেলের মাধ্যমে বিক্রির কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
জাতীয় ভোক্ত অধিকার পরিষদের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ও আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। ভোগ্যপণ্যে সত্যিকার মূল্যস্ফীতি হয়েছে সাড়ে ১২ পারসেন্ট। ফলে বৈশ্বিক প্রেক্ষাপট ও অনেকগুলো যৌক্তিক বিষয় আছে। এর বাইরেও অযৌক্তিক বিষয়ের ক্ষেত্রে যেসব পণ্যের দাম বেড়ে যাচ্ছে সেগুলো নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।