জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন শেখ হাসিনার সরকারের সময় দেশ উন্নত হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগে উপজেলা গুলোকে স্মার্ট ভাবে গড়তে হবে। এজন্য সংবাদ কর্মীদের সহযোগীতা চেয়েছেন তিনি।
রংপুরের পীরগঞ্জ প্রেস ক্লাবে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট’স ফোরামের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কেরামত উল্লাহ বিপ্লবের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দেশের অভুতপুর্ব উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
রোববার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাজহারুল আলম মিলনের সঞ্চালনায় দক্ষীন এশীয় জলবায়ু সাংবাদিকদের নেতা এবং এটিএন বাংলার কারেন্ট এ্যাফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লব বলেন, জলবায়ুর অভিঘাত মোকাবিলায় সবার আগে সতর্কতার সাথে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা যুবলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।
উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর র্যাবের সিইও আরাফাত রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু প্রমুখ।
পীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ক্রেস্ট প্রদান করেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েল ও সিনিয়র সাংবাদিকরা। পরে এটিএন বাংলার কারেন্ট এ্যাফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লবকে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট’স ফোরামের নির্বাহী সভাপতি নির্বাচিত হওয়ায় পীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার হাতে ক্রেস্ট তুলে দেন।