
সংযুক্ত আরব আমিরাত অবরুদ্ধ গাজায় একটি ফিল্ড হাসপাতাল স্থাপনের জন্য প্রায় ২০টি উড়োজাহাজে মালামাল পাঠিয়েছে। যুদ্ধাহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে এসব সরঞ্জাম মিশরে পৌছানে হয়েছে। সেখান থেকে সীমান্ত পথে নেয়া হবে গাজায়। ফিল্ড হাসপাতালটিতে নারী ও শিশুদের চিকিৎসার বিশেষ ব্যবস্থা রয়েছে। যুদ্ধ শুরুর পর গাজায় এটিই হবে বিদেশীদের স্থাপিত প্রথম হাসপাতাল। ১ হাজার ফিলিস্তিনী শিশুকে গাজা থেকে চিকিৎসার জন্য আরব আমিরাতে নিয়ে আসার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। ফিলিস্তিনীদের জন্য ২০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি।