জেলার খবরহাইলাইটস

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েনপোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন। আজ বুধবার (৮ নভেম্বর) সকালে বাহিনীর পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়। আরো বলা হয়, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে। সাম্প্রতিক সময়ে মজুরির বৃদ্ধির দাবি ঢাকা ও গাজীপুর একাধিকবার সড়কে নেমে আসেন পোশাক শ্রমিকরা। এ সময় সহিংসতার ঘটনাও ঘটে। এরপর গতকাল নতুন করে ন্যুনতম মজুরি ঘোষণা করেছে সরকার।

এদিকে র‌্যাবের পক্ষ থেকে আজ বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৬০টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে। আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ। গত ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর তৃতীয় দফায় এ কর্মসূচি দিল দলটি।

এমন আরো সংবাদ

Back to top button