জেলার খবরহাইলাইটস

আখাউড়া-আগরতলা রেলপথ দিয়ে আমদানি করা যাবে অর্ধ শতাধিক পণ্য

659নবনির্মিত আখাউড়া-আগরতলা রেলপথ দিয়ে ভারত থেকে অর্ধ শতাধিক পণ্য আমদানির অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া ভারতে রফতানি করা যাবে সব ধরনের পণ্য। গত ৩১ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত ১২ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথটি গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এ রেলপথের বাংলাদেশ অংশে পড়েছে ৬ দশমিক ৭৮ কিলোমিটার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সব পণ্য (সূতা ব্যতীত) এবং ভারত থেকে চাল, গম, পাথর, জিরা, গমের ভূসি, কাজু বাদাম ও গবাদি পশুসহ অর্ধশতাধিক পণ্য আখাউড়া-আগরতলা রেলপথ দিয়ে আমদানি করা যাবে। এছাড়া একই রেলপথে ভারতে রফতানি করা যাবে সব ধরনের পণ্য।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, বর্তমানে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সাতটি রাজ্যের সঙ্গে বাংলাদেশে আমদানি-রফতানি চলছে। এবার রেলপথেও বাণিজ্যের সুযোগ তৈরি হলো। সড়কপথের তুলনায় রেলপথে তুলনামূলক কম মূল্যে পণ্য আমদানি-রফতানি করবে। এর মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তারা যেমন লাভবান হবেন, তেমনি সরকারেরও রাজস্ব বাড়বে। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা কামরুল পারভেজ বলেন, এনবিআর থেকে প্রজ্ঞাপন জারির বিষয়টি আমরা অবগত হয়েছি। আশা করছি শিগগিরই আমাদের কাছে এ সংক্রান্ত চিঠি আসবে। সে চিঠির আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এমন আরো সংবাদ

Back to top button