এন্টারটেইনমেন্টহাইলাইটস
ঢাকায় কবীর সুমন
১৯৯২ সালে তার ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত গায়ক কবীর সুমন। এবার বাংলা খেয়াল কর্মশালায় যোগ দিতে ঢাকায় আসলেন জনপ্রিয় এই গায়ক। কবীর সুমন এই খবর নিজেই দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার (৫ নভেম্বর) বাংলাদেশে আসা নিয়ে কবীর সুমন ফেসবুকে লিখেছেন, ‘চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য আজ ঢাকা যাচ্ছি।’
গত বছর ‘তোমাকে চাই’র ৩০ বছর উদযাপন উপলক্ষে ঢাকায় আসেন কবীর সুমন। সেবার তিনদিনের একক কনসার্টে তিনি মাতিয়ে রেখেছিলেন ভক্তদের।
পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও কবীর সুমনের জনপ্রিয়তাও আকাশচুম্বি। সুমনের এই কর্মশালা বা এই চারদিনের পরিকল্পনা নিয়ে এখনও জানা যায়নি।