রাজনীতিহাইলাইটস

রাজধানীতে যান চলাচল কম

বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ

বিএফ শাহীন কলেজের সামনের সড়ক।
বিএফ শাহীন কলেজের সামনের সড়ক।

দ্বিতীয় দফায় রাজধানীসহ সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধের প্রথম দিনে ঢাকার রাস্তাগুলোয় যান চলাচল তুলনামূলকভাবে কম। আজ রোববার সকালে রাজধানীর শ্যামলী, আগারগাঁও, বিজয় সরণি, বাংলামোটর, মহাখালী, পল্টন এলাকায় সরেজমিনে দেখা গেছে, রাস্তায় গণপরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাগুলো ট্র্যাফিক সিগন্যালে না আটকে নির্বিঘ্নে যাতায়াত করেছে।

আজ সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা অনেকটাই ফাঁকা দেখা গেছে।

বাংলামোটর এলাকার বেসরকারি চাকরিজীবী শাহাদাত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকাল ৯টার দিকে প্রায় আধা ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করেছি। বাস না পেয়ে শেষে সিএনজি নিয়ে মতিঝিলে অফিসে রওনা হচ্ছি।’ এদিকে, আজ সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা অনেকটাই ফাঁকা দেখা গেছে। কার্যালয়টি এখনো তালাবদ্ধ। সেখানে দলবেঁধে পুলিশ অবস্থান করছে। এছাড়া ঢাকার প্রায় প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এমন আরো সংবাদ

Back to top button