আগুন সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যে হাত দিয়ে গাড়ি পোড়ানো হবে, সে হাত সেই আগুনে পুড়িয়ে দিতে হবে। তাহলেই তাদের শিক্ষা হবে। এ ছাড়া তাদের কোনো শিক্ষা হবে না। কোনোভাবে তাদের ছাড় দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মলনে এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের জ্যৈষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা ২৫ থেকে ২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনে অংশ নেন। এ বিষয়ে বিস্তারিত জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন ‘নির্বাচন সময় মতো হবে। আমাদের সঙ্গে জনগণ আছে। তাদের (বিএনপি) সঙ্গে জনগণ নেই বলেই তারা এমন করছে। তারা তো অস্ত্র হাতে ক্ষমতায় আসে।’
শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করব, তারা এটা বন্ধ করবে। না হয় আমরা ব্যবস্থা নেব। এবার এমনিতে ছেড়ে দেওয়া হবে না।’