জলবায়ু পরিবর্তনদেশ

খ্যাতিমান জলবায়ু বিজ্ঞানী ড. সালিমুল হকের মৃত্যুতে সাকজেফ’র গভীর শোক

সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট'স ফোরাম
ডা. সালিমুল হক। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রখ্যাত জলবায়ু বিজ্ঞানী ও জাতিসংঘের বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডের সদস্য অধ্যাপক ড. সালিমুল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে  সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরাম- সাকজেফ। সংগঠনের সভাপতি আশীষ গুপ্তা, নির্বাহী সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সম্রাট এক শোক বার্তায় খ্যাতিমান এই বিজ্ঞানীর মৃত্যুকে সারা বিশ্বের জন্য অপুরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। বিশ্বজুড়ে জলবায়ুর পরিবর্তন ও ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ড. সালিমুল হকের লড়াই ও গবেষণা আগামী প্রজন্মের জন্য উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও জানান, সাকজেফ নেতৃবৃন্দ। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের-আইসিসিসিএডি’র পরিচালক ছিলেন ৭১ বছর বয়সী ড. সালিমুল হক। গত অগাস্টে জাতিসংঘের নবগঠিত বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডে বাহ্যিক সদস্য হিসেবে নিয়োগ পান বাংলাদেশী এই বিজ্ঞানী । ২০২২ সালে প্রতিষ্ঠাকাল থেকেই সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের শীর্ষস্থানীয় পরামর্শকও ছিলেন ড. সালিমুল হক।

এমন আরো সংবাদ

Back to top button