জেসিআই টিওওয়াইপি অ্যাওয়ার্ড পেলেন সায়মা ইসলাম
জেসিআই বাংলাদেশ টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস- টিওওয়াইপি ২০২৩ অ্যাওয়ার্ড অর্জন করেছেন সিবিসি টাইলস ও সিমকো গ্র্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ সিরামিক সোসাইটির প্রেসিডেন্ট সায়মা ইসলাম । ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন ইকোনোমিক অ্যাকমপ্লিশমেন্টস’ শীর্ষক ক্যাটাগরিতে তিনি এ অ্যাওয়ার্ড অর্জন করেন।
সম্প্রতি রাজধানীর শেরাটন ঢাকায় জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) বাংলাদেশ আয়োজিত এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সায়মা ইসলামের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম নৈতিক ও দূরদর্শী নেতৃত্ব গুণাবলি চর্চার মাধ্যমে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এমন ১০ জন তরুণ ব্যক্তিত্বকে এ অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। সমাজে তাদের অসাধারণ অবদান ও অনবদ্য ব্যক্তিগত কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।