
তিনি শারদীয় দুর্গা পুজার মহাসপ্তমীর দিন গতকাল শনিবার রাত ৮ টায় আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে দুর্গা পুজা মন্ডব পরিদর্শন কালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রেলওয়ে পুজা মন্ডব কমিটির সভাপতি সুভাষ ঘোষের সভাপতিত্বে ও সজল ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার এর সহধর্মীনি সুনন্দা রায় বিপিএম সেবা এআইজি (ক্রাইম এনালাইসিস) পুলিশ হেড কোয়াটার ঢাকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন
অলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আদমদীঘি-দুপচাঁচিয়া থানার সার্কেল নাজরান রউফ, আদমদীঘি থানা অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা, জেলা আ’লীগের নেতা আশরাফুল ইসলাম মুন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, সান্তাহার পৌর কাউন্সিলর আলাউদ্দীন, হুমায়ন কবির বাদশা, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, নাহিদ সুলতানা তৃপ্তি, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সজল কুমার ঘোষ প্রমূখ। এর আগে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী আদমদীঘি উপজেলা সদরের তালসনকালীবাড়ী দুর্গা মন্ডব ও সান্তাহার রথবাড়ী রাধামাধব দুর্গা মন্ডব পরিদর্শন করেন।