প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে এইচডি ছবি যেভাবে পাঠাবেন

হোয়াটসঅ্যাপেকোনো অনুষ্ঠান থেকে ঘরে ফিরেছেন। হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বেজে উঠল। কাজে ব্যস্ত থাকায় হয়তো দেখা হলো না। একটু পর ফোন দিয়ে তাড়াতাড়ি অনুষ্ঠানের ছবিগুলো পাঠাতে বলল বন্ধু। শর্ত জুড়ে দিল, ছবির মান খারাপ হওয়া যাবে না। এই পরিস্থিতিতে যে কাজ করা হয়- ছবিগুলো গুগল ড্রাইভে আপলোড করে লিংক শেয়ার অথবা হোয়াটসঅ্যাপের অ্যাটাচমেন্ট আইকন থেকে ডকুমেন্ট হিসেবে ছবিগুলো পাঠানো। উভয় প্রক্রিয়াই বেশ ঝামেলার। এই ঝামেলার অবসান করা হয়েছে। হোয়াটসঅ্যাপে এখন উচ্চ মানের বা এইচডি ছবি পাঠানো যায়।

যেভাবে পাঠাবেন এইচডি ছবি

হোয়াটসঅ্যাপের কন্টাক্ট থেকে যাকে ছবি পাঠাবেন তা নির্বাচন করুন। অ্যাটাচমেন্ট আইকন থেকে গ্যালারিতে প্রবেশ করুন। আপনার পছন্দের ছবিগুলো নির্বাচন করে ডান পাশে নিচের দিকের টিক চিহ্ন চাপুন।

বাম পাশে উপরের দিকে এইচডি লেখা আইকন পাওয়া যাবে। এই আইকনটি শুধুমাত্র উচ্চ মানের ছবির ক্ষেত্রেই দেখা যাবে। আইকনটি চাপলেই ‘ফটো কোয়ালিটি’ দেখাবে। যেখানে ‘স্ট্যান্ডার্ড’ ও ‘এইচডি’ দুই ধরনের অপশন পাওয়া যাবে। এইচডি নির্বাচন করলেই হয়ে যাবে, উচ্চ মানে ছবি পাঠানোর জন্য প্রস্তুত।

ভিডিও কি এইচডিতে পাঠানো যাবে?

ছবির মতো ভিডিও নির্বাচন করলেও ‘এইচডি’ আইকন পাওয়া যাবে। যেখানে একইভাবে ‘স্ট্যান্ডার্ড’ ও ‘এইচডি’ দুই ধরনের অপশন দেখাবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মুঠোফোনে পরীক্ষা করে দেখার সময় এইচডি অপশনটি নির্বাচন করে ৭২০ রেজ্যুলেশনে ভিডিও পাঠানো সম্ভব হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button