মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে যোগদান করেছেন কূটনীতিক মো. শামীম আহসান। শুক্রবার (২০ অক্টোবর) তিনি হাইকমিশনে যোগদান করেন। এর আগে তিনি ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে কর্মরত ছিলেন। শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশ হাইকমিশন মালায়শিয়া তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। হাইকমিশনার মোঃ শামীম আহসান ১১ তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৩ সালে ফরেন সার্ভিসে যোগদান করেন। তার বর্ণাঢ্য কূটনৈতিক কর্মজীবনে তিনি দেশে এবং বিদেশে কাজ করেন। তিনি এর আগে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কুয়েত, দোহা, নাইরোবি, রোম এবং ওয়াশিংটন ডিসির মতো বাংলাদেশ মিশনে কাজ করেছেন।
মোঃ শামীম আহসান বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস এবং এমএসএস সম্পন্ন করেন। এছাড়াও তিনি দেশে ও বিদেশে বেশ কিছু পেশাগত প্রশিক্ষণ কোর্স করেছেন। ব্যক্তিগত জীবনে শামীম আহসান বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।