দেশহাইলাইটস

২৮ অক্টোবর ঘিরে সবকিছু নজরদারিতে রয়েছে

প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার

dmpদেশের বড় দুই রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছে আগামী ২৮ অক্টোবর। দিনটিকে ঘিরে ‘সবকিছু নজরদারিতে রয়েছে’ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ শনিবার (২১ অক্টোবর) মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা ও এমআরটি পুলিশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উত্তরা উত্তর মেট্রো স্টেশনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমরা সবকিছু নজরদারিতে রেখেছি। সবাই কাজ করছে। যখনই কোনো তথ্য পাওয়া যাবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। ২০১৪ সালে অপচেষ্টা চালানো হয়েছিল, সেগুলো প্রতিহত করা হয়েছে। আগামীতে যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণ এবং বাংলাদেশ পুলিশ একসঙ্গে কাজ করবে।

রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এ দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন, মিছিল, মিটিং, সমাবেশে পুলিশ নিরাপত্তা দিয়ে থাকে। তবে কেউ যদি সহিংসতা সৃষ্টির চেষ্টা করে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

ডিএমপি কমিশনার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি সৃষ্টির জন্য বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা করে আসছে। বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ অনেক সচেতন। আশা করি, এ ধরনের গুজব প্রতিহত করার জন্য সবাই সচেষ্ট থাকবে। গণমাধ্যমকেও এ বিষয়ে সঠিক সংবাদ প্রচার করতে হবে।

চলতি বছরের ২৪ মে মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত মেট্রোরেল পুলিশ গঠনের অনুমোদন দেয় সরকার। পুলিশের একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে ২৩১ জনবল নিয়ে চালু হয় এমআরটি পুলিশ।

উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে এমআরটি পুলিশের কার্যালয় ঠিক করা হয়েছে। তবে পুলিশ সদর দপ্তর থেকে কার্যক্রম চলছে। সম্প্রতি বিশেষায়িত এমআরটি পুলিশে আরো ২০০ জনবল যুক্ত হয়েছে। এ নিয়ে একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে এমআরটি পুলিশে জনবল এখন ৪৩১। এ জনবল দিয়ে আজ থেকে মেট্রোরেলের নিরাপত্তার পুরো দায়িত্ব পালন শুরু করবে তারা।

এমন আরো সংবাদ

Back to top button