প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতন করে হত্যা করেছে। এসবের বিচার করতে হবে। আমি ব্যক্তিগতভাবে দাবি করছি; তাদের যেন সাজা হয়। তিনি বলেন, আমরা ভার্চুয়ালি কোর্ট ব্যবস্থা চালু করেছি। কারাগারে ডিজিটাল ব্যবস্থা করেছি। তাই যেসব আসামিকে কারাগার থেকে আদালতে আনা সম্ভব হচ্ছে না তাদের জন্য ভার্চুয়ালি বিচার শুরু করতে হবে। বিচার ব্যবস্থাকে স্মার্ট হিসেবে গড়ে তুলে হবে। আজ শনিবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ভার্চুয়ালি কোর্ট ব্যবস্থা চালু করেছি। কারাগারে ডিজিটাল ব্যবস্থা করেছি। তাই যেসব আসামিকে কারাগার থেকে আদালতে আনা সম্ভব হচ্ছে না, তাদের জন্য ভার্চুয়ালি বিচার শুরু করতে হবে। বিচার ব্যবস্থাকে স্মার্ট হিসেবে গড়ে তুলে হবে। জাতির পিতা শুধু আমাদের সংবিধানই দেননি। তিনি আইনজীবীদের জন্য বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠা করে সেখানে ৫০ হাজার টাকা অনুদান দিয়ে যান। দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে শিল্প কারখানা তৈরি করেছেন। পাকিস্তান আমলে জুডিসিয়াল সার্ভিস কাউন্সিলে মহিলারা যেতে পারত না। বঙ্গবন্ধু আইন সংশোধন করেই নারীদের জুডিসিয়াল সার্ভিসে যোগদানের সুযোগ করে দিয়েছেন।