দেশহাইলাইটস

সিঙ্গাপুরে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পিআইডির ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পিআইডির ফাইল ছবি

সিঙ্গাপুর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে এ অস্ত্রোপচার হয়। বুধবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বুধবার সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।’

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জয়নাল আবেদীন আরও বলেন, ‘রাষ্ট্রপতি এখন পোস্ট অপারেটিভ ইউনিটে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। তার জ্ঞান ফিরেছে। তিনি ভালো আছেন।’এর আগে রাষ্ট্রপতি গত সোমবার (১৬ অক্টোবর) প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন। তিনি আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।

এমন আরো সংবাদ

Back to top button