বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে বিশ্বজুড়ে। বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস, কনসুলেট ও মিশনে দিনটি ঘিরে ছিলো নানা আয়োজন। কলকাতার ডেপুটি হাই কমিশনের আয়োজনে ছিলেন কনস্যুলার রিয়াজুল ইসলাম, আলমাস হোসেন ও ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। অনুষ্ঠানের শেখ রাসেলের শিশুকালের বন্ধু নাতাশা আহমেদও বক্তৃতা করেন।
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে শেখ রাসেলের জন্মদিনের আয়োজনে ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র অফিসের আন্তর্জাতিক বিষয়ক কমিশনার এডয়ার্ড মর্মেলস্টেইন। মিশরের কায়রোতে বাংলাদেশ দূতাবাসে কেক কেটে এবং শিশুদের উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনা করেন চার্জ দ্যা এ্যাফেয়ার্স মুহাম্মদ ইসমাইল হুসেইন। উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেলের জন্মদিনের কর্মসূচি উদ্বোধন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও আমন্ত্রিত বিদেশী অতিথি ও প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন। শেখ রাসেলের উপর নির্মিত প্রামাণ্যচিত্রও দেখানো হয় সেখানে।
মালয়েশিয়ায় শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছ। ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যের আলোকে বুধবার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে হাইকমিশন নানা কর্মসূচি গ্রহণ করে।