দেশহাইলাইটস

এবার একসঙ্গে উদ্বোধন হবে ১৫০ সেতু

এবার একসঙ্গে উদ্বোধন হবে ১৫০ সেতু আগামী ১৯ অক্টোবর সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৫০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন তিনি ‘‌সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের মাধ্যমে নির্মিত ১৪টি ওভারপাস উদ্বোধন করবেন। এর বাইরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর ভেহিকল ইন্সপেকশন সেন্টার ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নবনির্মিত ভবন উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে ময়মনসিংহের কেওয়াটখালী ও রহমতপুর সেতুর নির্মাণকাজ উদ্বোধন করবেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করবেন তিনি। এসব অবকাঠামো ও সেবার উদ্বোধন উপলক্ষে তেজগাঁওয়ের সড়ক ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

অধিদপ্তরের প্রকৌশলীরা জানিয়েছেন, দেশের আটটি বিভাগের ৩৯টি জেলায় সেতু ও ওভারপাস উদ্বোধন করা হবে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের ৪০টি, ঢাকা বিভাগের ৩২টি, চট্টগ্রাম বিভাগের ২৭টি ও রাজশাহী বিভাগে ২২টি সেতু রয়েছে। এছাড়া খুলনা বিভাগে রয়েছে ১২টি সেতু, বরিশাল ও রংপুর বিভাগে আটটি করে সেতু এবং সিলেট বিভাগে রয়েছে একটি সেতু। এই ১৫০টি সেতুর মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে নয় কিলোমিটার। অন্যদিকে উত্তরবঙ্গের যানজট নিরসনে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কে (এন-৫) নির্মিত ১৪টি ওভারপাস উদ্বোধন হবে, যেগুলোর দৈর্ঘ্য ৬৮৯ মিটার।

এর আগে গত বছরের ৭ নভেম্বর একসঙ্গে ১০০টি সেতু উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন হওয়া সেতুর ৭২টির দৈর্ঘ্য ১৬-৫০ মিটারের মধ্যে। ৫১-১০০ মিটার পর্যন্ত দীর্ঘ সেতুর সংখ্যা ২০টি। আর ১০১ মিটারের বেশি সেতু রয়েছে আটটি। উদ্বোধন হওয়া সবচেয়ে বড় সেতুটির দৈর্ঘ্য ৭০২ মিটার। সুনামগঞ্জের রানীগঞ্জ ইউনিয়নে এ সেতু নির্মিত হয়েছে।

সবচেয়ে বেশিসংখ্যক সেতু উদ্বোধন হয় চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলায়, মোট ৪২টি। এর বাইরে খাগড়াছড়িতে ১৭টি, চারটি করে ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরে, তিনটি করে রাজবাড়ী ও নেত্রকোনায়, দুটি করে মানিকগঞ্জ, শেরপুর, পটুয়াখালী, বগুড়া ও চট্টগ্রামে এবং মাদারীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, নাটোর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নোয়াখালী ও বান্দরবান জেলায় উদ্বোধন করা হয় একটি করে সেতু।

এমন আরো সংবাদ

Back to top button