আর নয় ব্যোমকেশ, অভিমান নাকি অন্য কিছু!
উত্তর কুমার থেকে হালের আবির, যিশু, অনির্বাণ বা দেব- কত কত ব্যোমকেশ বক্সী কলকাতায়। কখনো শোনা যায়নি যে কেউ এ চরিত্র থেকে বিদায় চাইছেন! তেমনটাই ঘটল অনির্বাণ ভট্টাচার্যের ক্ষেত্রে। সৃজিত মুখার্জির সিরিজ ‘দুর্গ রহস্য’ দিয়ে নাকি তার শেষবার ব্যোমকেশের জুতোয় পা গলানো। স্টিমিং প্লাটফর্ম হইচই-এর জন্মলগ্ন থেকে ব্যোমকেশ হিসেবে দেখা যাচ্ছে অনির্বাণকে। ২০১৭ সাল থেকে আটক সিরিজে চলেছে ১৩টি গল্প। ‘দুর্গ রহস্য’ হতে যাচ্ছে ১৪ নম্বর।
অভিনেতার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সৃজিতের ‘দুর্গ রহস্য’তেই তাকে শেষবার ব্যোমকেশ হিসাবে দেখা যাবে। আর কোনোদিন ব্যোমকেশের চরিত্রে অভিনয় করবেন না। অবশ্য অভিমান বা এমন কিছু নয়, বরং নতুন কিছু করার জন্য মুখিয়ে আছেন অভিতো। তাই আপাতত একই চরিত্রে বারবার আসতে ইচ্ছুক নন তিনি। সম্প্রতি এ অভিনেতা বলেন, ‘অভিনেতা হিসেবে ব্যোমকেশের চরিত্রে আমার জার্নি শেষ হল। কিন্তু ব্যোমকেশের জার্নি শেষ নয়।’
শোনা যাচ্ছিল, ব্যোমকেশ করতে রাজি হচ্ছিলেন না অনির্বাণ। তবে নতুন সিজনের পরিচালক সৃজিত হওয়ায় আর না করেননি। অনির্বাণের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন সৃজিতও। তিনি বলেছেন, শুধু জিনিয়াসরাই এমনটা করতে পারে।
বিষয়টি এভাবে ব্যাখ্যা করেন অনির্বাণ, ‘১৩ বার নিজেকে উজাড় করে দেয়ার চেষ্টা করেছি। অভিনেতা হিসেবে আমার পকেটে এই বিশেষ চরিত্রকে দেয়ার জন্য কিছুই আর নেই। তাই বিদায় নিচ্ছি।’
এবারের দুর্গাপূজায় ডাবল ধামাকা নিয়ে হাজির হচ্ছেন সৃজিত ও অনির্বাণ। ১৯ অক্টোবর ওটিটিতে মুক্তি পাবে ‘দুর্গ রহস্য’। আর সিনেমা হলে থাকছে ‘দশম অবতার’। সৃজিতের এ সিনেমা অনির্বাণ ছাড়াও থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও জয়া আহসান।