প্রবাস
কায়রোর পথে রাষ্ট্রদূত সামিনা নাজ

পেশাদার এই কুটনীতিক ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের আগে মুম্বাইতে বাংলাদেশের উপ হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা সামিনা নাজ ১৯৯৫ সালে পেশাদার কূটনীতিক হিসেবে কাজে যোগ দেন। কর্মজীবনে তিনি ভিয়েতনাম ছাড়াও নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন, দিল্লি ও নেদারল্যান্ডসের রাজধানী হেগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। দুই সন্তানের জননী সামিনা নাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।