দেশহাইলাইটস

ব্র্যাক এবং গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)’র মাঝে চুক্তি স্বাক্ষর

জিইউকেবলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এবং ব্র্যাক এর মাঝে নতুন প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়  গতকাল ৮ অক্টোবর।  ঢাকা ব্র্যাক সেন্টার ইনে এসময় এনজিও বিষয়ক ব্যুরো এর মহাপরিচালক এসকে মনিরুজ্জামান, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার প্রতিনিধি এমিলি ম্যাকডোনাল্ড, ব্র্যাক এর সিনিয়র ডিরেক্টর জনাব কেএএম মোর্শেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব তুষার ভৌমিক, প্রোগ্রাম হেড জনাব মনজুর রশিদ, পুলড ফান্ড লিড (পার্টনারশিপ)  খালেদ মোর্শেদসহ ব্র্যাক পুলড ফান্ড এবং সরকারি উচ্চ পদস্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গণ উন্নয়ন কেন্দ্রের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির নির্বাহী প্রধান  এম. আবদুস্ সালাম। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ব্র্যাক পুলড ফান্ড এর সহযোগিতায় “শিক্ষা ও ওয়াশ সেক্টরে কক্সবাজারে এফডিএমএনকে সহায়তা” প্রকল্পটি কক্সাবাজার জেলার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে বাস্তবায়িত হবে।

এমন আরো সংবাদ

Back to top button