দেশহাইলাইটস

পোশাক শিল্পে ন্যূনতম মজুরি ১৭ হাজার ৫৬৮ টাকা করার প্রস্তাবনা

পোশাক শিল্পে ন্যূনতম মজুরি ১৭ হাজার ৫৬৮ টাকা করার প্রস্তাবনাপোশাক শিল্পে সর্বনিম্ন গ্রেডে ন্যূনতম মজুরি ১৭ হাজার ৫৬৮ টাকা করার প্রস্তাবনা এনেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। জরিপ ফলাফলের ভিত্তিতে আজ রোববার (৮ অক্টোবর) এ প্রস্তাবনা দেয়া হয়। রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত ‘গার্মেন্টস খাতে নূন্যতম মজুরি পুনর্নির্ধারণ পর্যবেক্ষণ ও প্রস্তাবনা’য় এ বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

দুজন উপার্জন ব্যক্তিকে সামনে রেখে একটি পরিবারের ন্যূনতম খরচ হিসেবে করে এ প্রস্তাবনা দেয়া হয়েছে। যেখানে বলা হয়, একজন পোশাক শ্রমিকের পরিবারের খাবার খরচ ১৬ হাজার ৫২৯ টাকা ও অন্যান্য খরচ ১২ হাজার ৮৮১ টাকা। মোট মাসিক খরচ ২৯ হাজার ৪১০ টাকার। এর সঙ্গে মূল্যস্ফীতি যোগ করলে দাঁড়ায় ৩১ হাজার ৯৪২ টাকা। সঙ্গে ১০ শতাংশ সঞ্চয়ও উল্লেখ করা হয়েছে। যা দুজনের আয়ের গড় করলে দাঁড়ায় ১৭ হাজার ৫৬৮ টাকা।

এমন আরো সংবাদ

Back to top button