লাইফস্টাইল

যেভাবে পূজায় ত্বকের যত্ন নেবেন

ছবি : ফ্রিপিক
ছবি : ফ্রিপিক

দুর্গাপূজার আর মাত্র কিছুদিন বাকি। এখন থেকে ত্বকের যত্ন না নিলে পূজার সাজ পরিপূর্ণ হবে না। মুখের উজ্জলতাই যে কোনো সাজকে ফুটিয়ে তোলে। আর দুর্গাপূজার মতো বড় উৎসবে পাঁচ দিনব্যাপী একের পর এক সাজে নিজেকে আকর্ষণীয় দেখাতে চাইলে এখন থেকেই ত্বকের প্রস্তুতি নিতে হবে। ঘরে থাকা কিছু প্রাকৃতিক উপাদান দিয়েই ত্বককে স্বাস্থ্যকর ও উজ্জ্বল দেখাতে পারবেন। তাই আসুন কীভাবে ত্বকের যত্ন নেবেন, জেনে নিন।

– এক গ্লাস উষ্ণ গরম পানিতে এক টেবিল চামচ মধু মিশিয়ে রোজ সকালে খেতে হবে। এর ফলে ত্বক মসৃণ হয়।

– শসা ও গোলাপ জল মিক্সড করে মুখে লাগালে সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বক পুড়িয়ে ফেলতে পারবে না। ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে।

– চন্দন গুড়া, গোলাপ জল ও সামান্য দুধ একসঙ্গে নিয়ে মুখে এবং সারা শরীরে মেখে ১৫ মিনিট রেখে গোসল করে ফেলুন।

– হলুদ গুঁড়া ও অলিভ অয়েল একসঙ্গে পেস্ট বানিয়ে মাখলে ত্বক মসৃণ ও নরম হয়ে যায়।

– দুধ ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, অল্প করে মুখে মাখলে মুখ সুন্দর হয়ে উঠবে।

এমন আরো সংবাদ

Back to top button