কৃষি উদ্যোক্তা সাজ্জাদ হাসানের গল্প

শিক্ষিত তরুণ উদ্যোক্তা তরুণ কৃষক সাজ্জাদ হাসান (২২)। সাজ্জাদ হাসান ঢাকার খিলগাঁও মডেল কলেজের ব্যবসায় শিক্ষা শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। চাকরির পিছনে না ঘুরে নিজেই গড়ে তুলেছেন মুহাম্মাদি আমানত নামকরণে-মিশ্র ফল ও সবজির প্রজেক্ট। সাজ্জাদ হাসান কৃষি কাজের প্রতি তিনি ছোটবেলা থেকেই আগ্রহী ছিলেন। প্রথমে তিনি তার বাড়ির পাশের জমিতে চাষাবাদ শুরু করেন। আধুনিক পদ্ধতিতে চাষ করায় খুব ভাল ফলন হয়। এতে তাঁর উৎসাহ বেড়ে যায়।
পরবর্তীতে অন্যের জমি ভাড়া নিয়ে বিভিন্ন ফল ও সবজি চাষ করে চাষাবাদ বাড়াতে থাকেন। সাজ্জাদ হাসানের ফল গাছের মধ্যে রয়েছে আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, পেপে গাছ, লিচু গাছ, কলা গাছ এবং কৃষি ক্ষেতের মধ্যে রয়েছে লাউ গাছ, মরিচ গাছ, টমেটো গাছ, বেগুন গাছ, পুঁই শাক, লাল শাক, পালন শাক। নিজের অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে কৃষি প্রজেক্ট থেকে তিনি ব্যাপক সফলতা পাচ্ছেন।
আশপাশের এলাকার শিক্ষিত বেকার যুবকরা আসছেন তার এ প্রজেক্ট পরিদর্শনে। তারাও চাকরির পেছনে না ছুটে এ ধরনের প্রজেক্ট করার আগ্রহ প্রকাশ করছেন। তার এই চাষাবাদ দেখে স্থানীয় তরুণ সমাজ চাষাবাদে আগ্রহী ও সম্পৃক্ত হচ্ছে।