দেশহাইলাইটস

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএইএ’র মহাপরিচালকের বৈঠক

ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়
ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি। বৈঠকে আইএইএ’র মহাপরিচালককে পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অপসারণে বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী আইএইএ’র মহাপরিচালকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া অভিনন্দন জানান। তিনি আইএইএ’র ২০২৩-২৫ মেয়াদে বোর্ড অব গভর্নরসের নির্বাচিত সদস্য হিসেবে সংস্থা‌টি‌কে গঠনমূলক সমর্থনের আশ্বাস দেন। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে তার প্রথম মেয়াদে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং সাভারে পারমাণবিক গবেষণা চুল্লি সুবিধার জন্য আইএইএ’র প্রযুক্তিগত সহায়তার জন্য ধন্যবাদ জানান।

আইএইএ’র মহাপরিচালক মানবকেন্দ্রিক উন্নয়ন ইস্যুতে পারমাণবিক বিজ্ঞান এবং এর প্রয়োগের সুবিধা নিয়ে বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকে সংস্থা‌টির টেকসই সহায়তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি ‘অ্যাটম ফর ফুড’ উদ্যোগের আওতায় বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করার বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

সরকারপ্রধান চাপ সহনশীল, উচ্চ ফলনশীল ফসলের জাত উদ্ভাবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার অ্যাগ্রিকালচার (বিনা) কর্তৃক অত্যাধুনিক কর্ময‌জ্ঞের কথা আইএইএ’র মহাপরিচালকে জানান। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে নির্বাচিত একটি গ্রুপে যোগদান করায় আইএইএ’র মহাপরিচালক প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, এ সু‌বিধা‌টি আইএইএ’র স‌ঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততায় সম্পূর্ণ ভিন্ন মাত্রা যোগ করেছে। তিনি পারমাণবিক নিরাপত্তা এবং সুরক্ষা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির জন্য আইএইএ’র অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। আগামী বছর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালুর সময় রাফায়েলকে বাংলাদেশ সফ‌রের আমন্ত্রণ জানান সরকারপ্রধান। তার প্রেক্ষিতে আইএইএ’র মহাপরিচালক ইতিবাচক সাড়া দেন।

এমন আরো সংবাদ

Back to top button