জেলার খবরহাইলাইটস

বাণিজ্যিক উৎপাদনে বাঁশখালীর এস এস পাওয়ারপ্ল্যান্ট

চট্টগ্রামের বাঁশখালীর এস এস পাওয়ারপ্ল্যান্ট।
চট্টগ্রামের বাঁশখালীর এস এস পাওয়ারপ্ল্যান্ট।

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় অবস্থিত এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার এস এস পাওয়ারপ্ল্যান্ট সফলভাবে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১ মিনিট থেকে এই বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইউনিট (৬৬০ মেগাওয়াট) পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রমে নিয়োজিত হয়। এর আগে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা পাওয়ারপ্ল্যান্টটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন।

চলতি বছরের ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়া এই বিদ্যুৎকেন্দ্রে ৬৬০ মেগাওয়াটের মোট দুইটি ইউনিট রয়েছে। যেটির প্রথম ইউনিট থেকে গত ২৪ মে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয় এবং দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছিল ২৮ জুন। এবার পুরোপুরি বাণিজ্যিক উৎপাদনে গেল দেশের এস আলম গ্রুপ এবং চীনা কোম্পানি সেপকো থ্রি ও এইচ টি জির মালিকানাধীন এস এস পাওয়ারের একটি ইউনিট।

এস এস পাওয়ারপ্ল্যান্টের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. ইবাদত হোসেন ভূঁইয়া বলেন, ‘আজ আমাদের দেশের মানুষের জন্য খুবই খুশির একটি দিন। পিডিবি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আমরা সফলভাবে এস এস পাওয়ারপ্ল্যান্টের বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পেরেছি এবং সে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এই পাওয়ারপ্ল্যান্টটির বাণিজ্যিক উৎপাদন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।’

এমন আরো সংবাদ

Back to top button