দেশহাইলাইটস

ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিল সরকার

দাম নির্ধারণ করে দিল সরকারনিত্য প্রয়োজনীয় তিন কৃষি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এরপরও বাজার নিয়ন্ত্রণে না এলে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ অনুসারে প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা ও আলু ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা জানান। এছাড়া সব ধরনের সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা কমানো হয়েছে। টিপু মুনশি বলেছেন, ডিম প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।

এমন আরো সংবাদ

Back to top button