দেশহাইলাইটস

লিবিয়ার দুর্গতদের জন্য মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ব্যাপক প্রাণহানি ও বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতিসহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এ বিপর্যয়ে ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আরো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

এছাড়া খাবার, জ্বালানি, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা এবং আশ্রয়ের অভাবে ঘূর্ণিঝড় ও বন্যা পরবর্তী সময়ে লিবিয়ায় এক সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়েছে।

এ পরিস্থিতিতে লিবিয়ার বন্যা দূর্গত মানুষের সাহায্যে বাংলাদেশ সরকারের তরফ থেকে ত্রাণ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন উড়োজাহাজ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও ঔষধসহ আজ রাত ৮টায় লিবিয়ার উদ্দেশে যাত্রা করবে।

ওই পরিবহনে থাকছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া প্রয়োজনীয় শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জরুরি জীবনরক্ষাকারী ঔষধ। এছাড়া সেনাবাহিনী থেকে পাঠানো হচ্ছে প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী।

এমন আরো সংবাদ

Back to top button