এন্টারটেইনমেন্ট

জীবনানন্দ দাশের সবিতা ভাবী হয়ে আসছেন রুনা খান

ছবি: রুনা খান
ছবি: রুনা খান

একের পর এক নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন রুনা খান। বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। ছোট পর্দা ও সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্মেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি রুনা তার নতুন সিনেমার শুটিং শেষ করেছেন। নাম ‘বক—দ্য সোল অব নেচার’। কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’ অবলম্বনে এ সিনেমা নির্মাণ হচ্ছে। কবিতার নাম বললে হয়তো অনেকেই বুঝতে পারবেন না, এটা কোন কবিতা। কয়েকটি লাইন বললেই তা সহজ হয়ে যায়। জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন কবিতা’র প্রথম কয়েকটি লাইন হচ্ছে, ‘শোনা গেল লাসকাটা ঘরে, নিয়ে গেছে তারে; কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হ’লো তার সাধ’। জীবনানন্দ দাশের কবিতার মধ্যে ‘আট বছর আগের একদিন’ শিরোনামের কবিতাটি অন্যতম। এ কবিতাকে কেন্দ্র করেই বক—দ্য সোল অব নেচার সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মাসুদ পথিক।

সিনেমায় গল্পের কেন্দ্রীয় একটি চরিত্র ‘সবিতা’। আর এ চরিত্রেই অভিনয় করছেন রুনা খান। তিনি জানান, জুলাই থেকেই বক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ২৬ আগস্ট তিনি এ সিনেমার কাজ শেষ করেছেন। সিনেমাটি প্রসঙ্গে রুনা খান বলেন, ‘বক সিনেমার মূল দর্শন হচ্ছে প্রকৃতি ও জীবনের গল্প। সুরুজ দেওয়ান একজন বক শিকারি। তার স্ত্রী সবিতা। এ চরিত্রেই আমাকে দেখা যাবে। একটি পরিবারের মধ্য দিয়ে প্রকৃতি ও জীবন দর্শনের গল্প বলার চেষ্টা করছেন পরিচালক মাসুদ পথিক। গল্প বলতে গিয়ে এ সিনেমায় প্রকৃতির সৌন্দর্য, বীভৎসতা, দুর্যোগ যেমন উঠে এসেছে, ঠিক তেমনি উঠে এসেছে জীবনের সুন্দরতা, বীভৎসতা ও অসহায়ত্বের গল্প। পাশাপাশি সিনেমাটিতে জীবন দর্শন উঠে এসেছে। সব মিলিয়েই আসলে বক আমাদের প্রকৃতি ও জীবনের গল্পই বলার চেষ্টা করবে।’

এ সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা জানতে চাইলে রুনা খান বলেন,‘‌জীবনে প্রথম আমি মেঘনার পারে লালপুর চানপুর চরে শুটিং করেছি। পুরো ইউনিটের অনেক কষ্ট হয়েছে কখনো রোদে, কখনো প্রবল বৃষ্টিতে শুটিং করতে। মাসুদ পথিকের ডেডিকেশনে আমি মুগ্ধ। যে কারণে বক সিনেমাটি নিয়েও ভীষণ আশাবাদী। আমার চরিত্রটি সাধ্যমতো চেষ্টা করেছি ফুটিয়ে তুলতে।’  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বক—দ্য সোল অব নেচারের শুটিং করা হয়েছে। শুটিংয়ের কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন রুনা। ছবিতে একেবারে ভিন্নরূপে দেখা মিলে অভিনেত্রীর।

এমন আরো সংবাদ

Back to top button