গত অর্থবছরের তুলনায় ১০৭ কোটি টাকা বাড়িয়ে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকার বাজেট ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল সকালে নগর ভবন অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন তিনি। এটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২তম বাজেট ও মেয়র আইভীর তৃতীয় মেয়াদে মেয়রের দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় বাজেট। এবারের বাজেটে রাস্তা, ড্রেন, সেতু, কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ, বৃক্ষরোপণ, দারিদ্র্যবিমোচন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি ত্রাণ, খেলাধুলার মানোন্নয়নে মাঠ তৈরি ও সড়ক বাতি স্থাপনসহ সুপেয় পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
এদিকে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ ও পুনর্নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো খননের মাধ্যমে জলাশয় সংরক্ষণেও বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকা আয় ও ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ২২ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫ টাকা উদ্বৃত্ত থাকবে।
বাজেট বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা কামনা এবং সময়মতো হোল্ডিং কর, পানির বিল পরিশোধ করে নগরীর উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখার অনুরোধ জানান মেয়র আইভী। বাজেট ঘোষণা শেষে প্রশ্নোত্তর পর্বে মেয়র নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ পর্বে নগরীর সাংবাদিক, জনপ্রতিনিধি, নাগরিক ও সামাজিক এবং সুশীল সমাজের নেতারা অংশ নেন। ২০২২-২৩ অর্থবছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।