দেশহাইলাইটস

প্রধানমন্ত্রীর অনেকের সঙ্গে আলাপ হয়েছে, বাইডেনের সঙ্গে ভালো আলাপ হয়েছে

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপচারিতার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর অনেকের সঙ্গেই আলাপ হয়েছে। জো বাইডেনের সঙ্গে একটু ভালো আলাপ হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে কী কী কাজ করছেন সেগুলো বলেছেন। তিনি বলেছেন, আমার দেশটাই আমার পরিবার। পরিবারের জন্য যা যা করার তা করার চেষ্টা করছি। জো বাইডেন বলেছেন, আমি আপনার এ অভাবনীয় সাফল্যের কথা জানি। আলোচনাটা খুব সৌহার্দ্যপূর্ণ হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি জো বাইডেনের কাছে গিয়ে বললাম, আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আমার প্রধানমন্ত্রী আপনার সঙ্গে একটু আলাপ করতে চান। উনি বললেন, নিশ্চয়ই। এরপর প্রায় ১৫ মিনিটের আলাপ হয়।’ জো বাইডেনকে বাংলাদেশে দাওয়াত দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আগামী শীতের যেকোনো একটা সময় বাংলাদেশ সফরের আয়োজন করা যেতে পারে।’ জি২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভারত সফরকালে সম্মেলনের অধিবেশনের ওপর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গতকাল দিল্লির স্থানীয় সময় রাত ১১টায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৯ সেপ্টেম্বর বাংলাদেশের জন্য একটি অবিস্মরণীয় দিন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো জি২০-এর একটি মর্যাদাপূর্ণ প্লাটফর্মে অংশগ্রহণ করেছেন। জি২০ শীর্ষ সম্মেলনে আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহম্মদ বিন সালমান, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন এবং একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গতকাল সকালে ভারত মণ্ডপম, নয়াদিল্লিতে জি২০ নেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধন হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত সব নেতাকে আনুষ্ঠানিকভাবে ভারত মণ্ডপমে স্বাগত জানিয়েছেন। এরপর সম্মেলনের অধিবেশন শুরু হয়। ‘এক বিশ্ব’ ও ‘এক পরিবার’ শিরোনামে দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে এবং দুটি অধিবেশনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মূল্যবান বক্তব্য দিয়েছেন।’

জি২০ সম্মেলনে আসা রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের বিশেষ দিকগুলো প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বৈঠকগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা এর মাধ্যমে মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা ও দূরপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু দেশের সঙ্গে সাম্প্রতিক বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির গতিপ্রকৃতি, দুই দেশের মধ্যে জনশক্তি রফতানি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় প্লাটফর্মে সহযোগিতা বৃদ্ধিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলো আলোচিত হয়েছে।’

এমন আরো সংবাদ

Back to top button