নির্বাচনহাইলাইটস

২০২৪ সালের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন : ইসি আনিছুর

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। ফাইল ছবি : ইসি আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘২০২৪ সালের গোড়ার দিকে, একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, তারিখ ঠিক করিনি।’ আজ শনিবার (২ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ইসি।

আনিছুর রহমান বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা আজকে থেকে শুরু হয়ে গেল।’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটে সম্পৃক্ত প্রায় ১০ লাখ জনবলকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটে সম্পৃক্ত কর্মকর্তাদের এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলো আজ শনিবার।

এমন আরো সংবাদ

Back to top button