সরকারের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি’র মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম এনডিসি। প্রাতিষ্ঠানিক কর্তব্যনিষ্ঠা, দক্ষতা, তথ্য প্রযুক্তির ব্যবহার ও সেবা গ্রহীতাদের সাথে সদাচারণের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আহমেদ মুনিরুছ সালেহীন তাকে এ পুরস্কারের সনদ তুলে দেন।
২০২২-২৩ সালে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ শহীদুল আলমকে এ পুরস্কার দেয়া হয়। সরকারি এ প্রতিষ্ঠানটি চলতি বছর বিদেশে কর্মী পাঠানোয় এরিমধ্যে রেকর্ড গড়েছে। সব সেবা ডিজিটালাইজ করে বিএমটিকে দালালমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতেও ব্যতিক্রমী উদোগ নিয়ে সম্প্রতি প্রশংসিত হন এর মহাপরিচালক শহীদুল আলম এনডিসি।
রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে প্রদান করা একটি পুরস্কার। ২০১৭ সালের ৬ এপ্রিল শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭ প্রকাশিত হয়।