দেশহাইলাইটস

জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কী চায় : প্রধানমন্ত্রী

 গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বিটিভি
গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বিটিভি

দেশের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা আসলে কী চায়। আমরা তো দেশের অনেক উন্নয়ন করেছি। আর বিএনপি তো শুধু লুটপাট আর বাণিজ্যই করে। প্রধানমন্ত্রীর তাঁর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার (২৯ আগস্ট) এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর কাছে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল, দেশের আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য চারদিক থেকে অনেক চাপ আসছে। সাংবাদিকরাও এ চাপের বাইরে নয়। দেশের জনসাধারণের প্রশ্ন, দেশে আসলে হচ্ছেটা কী? সামনে কী হবে? চারদিকে নানান গুজব ও কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে আপনার মতামত কী? এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন,  ‘দেশে হচ্ছে কী, হবে কী, এটার উত্তর কে দেবে? দেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা আসলে কী চায়।

প্রধানমন্ত্রী বলেন, শুধু মেগা প্রকল্পের উদ্বোধনই না। আজকে খাদ্য উৎপাদন, তরি-তরকারি কোনটার অভাব আছে? উৎপাদনে তো কোনো ঘাটতি নেই। পাশাপাশি জনগণের সার্বিক কল্যাণে, আজকে শুধু বিদ্যুৎই দিইনি; ব্রিজ বা মেগাপ্রজেক্ট, কার কাজে লাগছে? এর সুফল তো মানুষই ভোগ করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত রয়েছেন জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ।

এমন আরো সংবাদ

Back to top button