আগামী ১ সেপ্টেম্বর ঢাকা থেকে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে নারিতা রুটে ফ্লাইট পরিচালিত হবে।রোববার (২৭ আগস্ট) বিমান জানায়, গত ২৫ জুলাই থেকে নারিতা রুটের টিকিট বিক্রি শুরু হয়েছিল। এরমধ্যে গত ১৫ আগস্ট পর্যন্ত ৫ শতাংশ ডিসকাউন্ট মূল্যে টিকিট বিক্রি হয়েছে। অফার ছাড়া ঢাকা থেকে এ রুটের একমুখী সর্বনিম্ন ভাড়া ৭০ হাজার ৮২৮ টাকা থেকে শুরু। রিটার্ন টিকিটের মূল্য শুরু জনপ্রতি ১ লাখ ১১ হাজার ৬৫৬ টাকা থেকে। ঢাকা থেকে সপ্তাহে প্রতি শুক্র, সোম ও বুধবার বিমানের ফ্লাইট নারিতার উদ্দেশে যাত্রা করবে। নারিতা থেকে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতার উদ্দেশে উড্ডয়ন করবে বিমান।
এর আগে ১৯৭৯ সালে টোকিও রুটে ফ্লাইট চালু করেছিল বিমান। ১৯৮১ সালে সাময়িক বিরতির পর ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালাতে শুরু করে বিমান। পরে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় ২০০৬ সালে সেটি বন্ধ হয়ে যায়। ১৭ বছর পর ফের চালু হতে যাচ্ছে এই রুট।