বিদেশহাইলাইটস

ব্রিকসের নতুন সদস্য হলো যে ছয়টি দেশ

 জোহানেসবার্গের স্যান্ডটন কনভেনশন সেন্টারে বুধবার ব্রিকস সম্মেলনে মিলিত হন পাঁচ রাষ্ট্রনেতা। ছবি : এএফপি
জোহানেসবার্গের স্যান্ডটন কনভেনশন সেন্টারে বুধবার ব্রিকস সম্মেলনে মিলিত হন পাঁচ রাষ্ট্রনেতা। ছবি : এএফপি

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের নতুন সদস্য হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইরান, আর্জেন্টিনা ও ইথিওপিয়া। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে এমনটি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, আগামী বছরের ১ জানুয়ারি থেকে এ ছয়টি দেশের সদস্যপদ কার্যকর হবে।

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট হলো ব্রিকস। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকার আদ্যক্ষরে এর নামকরণ। ২০১০ সালে সাউথ আফ্রিকা যোগ দেওয়ার আগে এটি ব্রিক নামে পরিচিত ছিল। যা ২০০১ সালে যাত্রা শুরু করে। এর সদর দপ্তর চীনের সাংহাইয়ে।

এবার ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। এ সম্মেলনের আগে জোটে সদস্য বাড়ানো নিয়ে ব্রিকসের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। তবে পরে এ নিয়ে একমত হন জোটটির নেতারা। ব্রিকস সম্মেলনে এবার যোগ দিয়েছেন বিশ্বের ৫০টি দেশের প্রধান। ২০৫০ সাল নাগাদ বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গঠিত এই জোটের লক্ষ্য- বিশ্বশান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সহযোগিতা। এ ছাড়া মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায় ব্রিকস।

এমন আরো সংবাদ

Back to top button