বিদেশহাইলাইটস

কয়েক ঘণ্টার মধ্যেই চাঁদে অবতরণ করবে ভারতের চন্দ্রযান-৩

5878আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে চাঁদের মাটিতে অবতরণ করতে যাচ্ছে ভারতের চন্দ্রযান-৩। আজ বুধবার (২৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযানটি চাঁদে  অবস্থান করবে বলে আশা করা হচ্ছে। চাঁদে অবতরণে এটি ভারতের দ্বিতীয় প্রচেষ্টা। খবর রয়টার্স।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তথ্যমতে, চন্দ্রযানটির ল্যান্ডার ’বিক্রম’ বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা রয়েছে।অভিযানটি সফল হলে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখরে ভারত। তার সঙ্গে চাঁদের মাটিতে পৌঁছাবে রোভার প্রজ্ঞানও।

এর আগে রাশিয়া,যুক্তরাষ্ট্র এবং চীনের  নভোযান সফলভাবে চাঁদের বুকে অবতরণ করে। সবকিছু ঠিক থাকলে চতুর্থ দেশ হিসেবে ভারত চাঁদে অবতরণ করবে। চাঁদের বুকে অবতরণের সেই দৃশ্য স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার হবে ইসরোর ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউবে।

এমন আরো সংবাদ

Back to top button